Purchase!

কথাশিল্প পাঠ

কথাসাহিত্য পাঠ ও কথাসাহিত্য সমালোচনা পাঠের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে সেটা সবার জানা; একটি মূল অন্যটি মূলের রসাস্বাদন করে নতুনভাবে নির্মিত রচনা যা সবসময় পাঠককের মনোযোগ ধরে রাখতে পারবে এমন কোনো নিশ্চয়তা নেই।
By শামসুন নাহার সুমি
Category: কথাসাহিত্য
Paperback
Ebook
Buy from other retailers
About কথাশিল্প পাঠ
কথাসাহিত্য পাঠ ও কথাসাহিত্য সমালোচনা পাঠের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে সেটা সবার জানা; একটি মূল অন্যটি মূলের রসাস্বাদন করে নতুনভাবে নির্মিত রচনা যা সবসময় পাঠককের মনোযোগ ধরে রাখতে পারবে এমন কোনো নিশ্চয়তা নেই। তবে একথা সত্য যে সমালোচনাই মূল রচনাকে বিশিষ্টতা দান করে এবং সমালোচনা সাহিত্যের মানের ওপর তা নির্ভর করে। লেখক—গবেষক শামছুন্নাহারের অপ্রকাশিত পাণ্ডুলিপি কথাশিল্প পাঠ পড়তে গিয়ে আমার মনে হলো তিনি নিজে যেভাবে কথাসাহিত্য, বিশেষ করে উপন্যাস, যেভাবে পাঠ করেছেন তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাবলিলভাবে। এটিকে গবেষণার মতো পাঁজিপুথি মিলিয়ে কোনো রচনা বলা যাবে না, বরং বলা যায় তিনি স্বাধীনভাবে মৌলিকভাবে তার চিন্তাবিভূতিকে বিস্তার করার চেষ্টা করেছেন। বাংলা সাহিত্যের বিভিন্ন পর্বের বিচিত্র পরিধির কথাসাহিত্য নিয়ে তিনি যে লেখাগুলো তৈরি করেছেন সেখানে তার নিজস্ব মনোপ্রতিন্যাস সনাক্ত করা যায় সহজে। তিনি পড়ার আনন্দকে পাঠকের সঙ্গে বিনিময় করেছেন। কোনো বিষয়ে তিনি খুব কঠোর বা চূড়ান্ত মন্তব্য করেননি বা ঔপন্যাসিকের প্রতি নির্দয় হননি বরং বলা যায় তিনি সদর্থক বোধের দ্বারা তাড়িত হয়েছেন। এটি তার নিজস্ব সমালোচনার ধারা হিসেবে নিতে হবে। হারমান হেসের বিখ্যাত উপন্যাস ‘সিদ্ধার্থ’ নিয়ে তার লেখাটি পাঠকের মনোযোগ আকর্ষণ করবে নিসন্দেহে। এভাবে শরদিন্দুর বড় গল্প ‘বিষকন্যা’ কিংবা তারাশঙ্করের নাগিনী কন্যার কাহিনীতে তিনি মিথ, প্রাচীন সাহিত্য ধারা, সাহিত্যের নবরূপ নির্মাণ প্রসঙ্গে নিজস্ব বয়ান তুলে ধরেছেন। জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ নিয়ে তিনি যে আর্কিটাইপের সন্ধান করেছেন তা থেকে বোঝা যায় গবেষক বা লেখক হিসেবে তিনি আধুনিক ও সচেতন। নারীবাদী চেতনার উপন্যাস নিয়ে (নাসরিন জাহানও শাহীন আখতারের তিনটি উপন্যাস) তার প্রবন্ধ সম্প্রতিকালের নারীদের যাপিত জীবনের চিত্রকে প্রতিফলিত করে। তুলনামূলক এই লেখায় তিনি প্রথম সারির তাত্ত্বিকদের মতামতও বিশ্লেষণ করেছেন অন্য লেখার মতো। নারী হিসেবে লেখক নারীদের প্রতি পক্ষপাত করেননি বরং তিনি নিরপেক্ষ দৃষ্টিতে বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন। কথাসাহিত্য নিয়ে তার এই গ্রন্থ বাংলা কথাসাহিত্যের একটি বড় পরিসরকে কেন্দ্র করে লিখিত হয়েছে। প্রাচীন ধারার বিষয়বস্তু, পুরাণ, নৃতত্ত্ব, ধর্মতত্ত্ব, ইতিহাস, তুলনামূলক সাহিত্য সমালোচনা ইত্যাদি সমবায়ে গ্রন্থটি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। লেখকের বর্ণনাভঙ্গি, ভাষাবোধ নজর কাড়বে পাঠকের। বাংলা কথাসাহিতের বিচিত্র ধারা ও পর্যায়ের রচনাকে বিশ্লেষণ করে লেখক শামছুন্নাহার যে আয়োজন করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই।

মোস্তফা তারিকুল আহসান
Creative Dhaka
  • Copyright © 2024
  • Privacy Policy Terms of Use